চট্টগ্রামে এবার পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি। কেন্দ্রের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার বিকালে নগরের কাজীর দেউড়ি চত্বরে বিএনপি ১০ দফা দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে। একই সময়ে দেড় কিলোমিটার দূরত্বের ব্যবধানে নগরের আন্দরকিল্লা মোড় এলাকায় শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর ইউনিট। দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে দীর্ঘদিন পর চট্টগ্রামের রাজনীতিতে উত্তেজনা দেখা দিয়েছে। সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘দুই দলের জনসভাকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে সিএমপি। পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা শান্তি সমাবেশ করব। এরই মধ্যে শান্তি সমাবেশের সব প্রস্তুতি আমরা শেষ করেছি। বিএনপির সমাবেশ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যে যার মতো করে কর্মসূচি পালন করবে।’ পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপি ১০ দফা দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে। এরই মধ্যে আমরা সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের কর্মসূচির বাইরে অন্য কিছু চিন্তা করছি না।’ জানা যায়, গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জানুয়ারির শেষ সপ্তাহে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ পালনের ঘোষণা দেওয়া হয়। পরে সমাবেশের জন্য তিনটি স্থান নির্বাচন করে লিখিতভাবে অবহিত করা হয় নগর পুলিশের বিশেষ শাখায়। এ পর্যায়ে নগরীর নুর আহমদ সড়কে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। অপরদিকে গত বৃহস্পতিবার এক বিজ্ঞপিতে নগর আওয়ামী লীগ ‘বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য’র বিরুদ্ধে শনিবার নগরীর আন্দরকিল্লা চত্বরে সমাবেশের ডাক দেয়। সমাবেশে নগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্য, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিজ নিজ সংগঠনের ব্যানার-ফেস্টুন সহকারে মিছিল নিয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সময়ে বিএনপি আয়োজিত সমাবেশগুলো সংঘাতপূর্ণ হয়ে উঠছে। সর্বশেষ অনুষ্ঠিত বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সিএমপির এক কর্মকর্তা বলেন, দুই দলই পাশাপাশি এলাকায় সমাবেশের ডাক দিয়েছে। এ দুই সমাবেশকে ঘিরে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। তাই শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দুই দলের সিনিয়র নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করার আশ্বাস দিয়েছেন। তারপরও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব। একই সঙ্গে দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
শিরোনাম
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে
আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ ঘিরে উত্তেজনা
চট্টগ্রাম
মুহাম্মদ সেলিম ও ইমরান এমি, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর