বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্যাংকারদের পদোন্নতিতে ডিপ্লোমা বাধ্যতামূলক থাকছেই

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি থাকলেও এ সিদ্ধান্তে অটল কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ ব্যাংকারদের পদোন্নতিতে ডিপ্লোমা বাধ্যতামূলক থাকছেই। তবে পরীক্ষায় পাস নম্বর কমানো, কার্যকরের সময় এক বছর পেছানো ও পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হবে। এর আগে ৮ ফেব্রুয়ারি এই নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্বে উত্তীর্ণ না হলে সিনিয়র অফিসার বা সমমান পরবর্তী পদে পদোন্নতি পাবেন না ব্যাংক কর্মকর্তারা।

এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তুলেছেন ব্যাংকাররা। এর পরিপ্রেক্ষিতে সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রক্রিয়াগত কিছু পরিবর্তন আনলেও আগের সিদ্ধান্ত বহাল থাকছে। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক, রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকটি বেসরকারি ব্যাংকের এমডি উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা যায়, ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোরাল দাবি উঠেছে। তাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকিং ডিপ্লোমার নাম পরিবর্তনসহ পরীক্ষা পদ্ধতি ও খাতাপত্র মূল্যায়ন ইত্যাদি বিষয়ে আমূল পরিবর্তন করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ খবর