সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

১০ ভবনের অনুমোদনহীন অংশ ভেঙে দিল সিডিএ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে নিয়ম বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ১০টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল বেলা ১১টা থেকে সিডিএ’র ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে দিনব্যাপী এক অভিযানে এসব ভবনের অনুমোদনহীন অংশ ভেঙে দেওয়া হয়। সিডিএর ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান ও উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈছা আনছারী জানান, কল্পলোক আবাসিক এলাকায় কিছু মালিক অনুমোদিত নকশা না মেনে ভবনকে উপরের দিকে সম্প্রসারণ করেছেন। ৮/৯ তলা ভবনের অনুমতি নিয়ে ১০/১১ তলা পর্যন্ত নির্মাণ করেছেন কেউ কেউ। কেউ আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক স্থাপনা তৈরি করেছেন। অবৈধভাবে ভবন সম্প্রসারণ করতে গিয়ে নালা ও সড়ক দখল করেছেন। এ কারণে অনুমোদনহীন অংশের ছাদ ফুটো করে দেওয়া হয়েছে।

অভিযানে সিডিএ’র অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান, সহকারী অথরাইজড কর্মকর্তা তানজীব হোসেন, ইলিয়াস আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর