শিরোনাম
রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর টেরিবাজার ও কেসি দে রোড এলাকার চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুরের পর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, পোশাক আমদানির কোনো কাগজপত্র দেখাতে না পারা, কেনাবেচার রশিদ না রাখা, বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা, নিজেদের মতো মূল্য বসিয়ে বিক্রি, বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ইত্যাদি নানা অনিয়ম ও ভোক্তা অধিকারবিরোধী কার্যকলাপের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে অধিদফতরের অন্যান্য কমকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা যুক্ত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর