পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পাথরখেকোদের দৌরাত্ম্য দেখেও সিলেটবাসী নীরব। আগে মানববন্ধন ও আইনি লড়াই করতাম। আইনি লড়াই করে চার বছর পাথর তোলা বন্ধ রেখেছি। কিন্তু ৫ আগস্টের পরে সেখানে ব্যাপক লুটপাট হচ্ছে।
গতকাল রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘ফ্লাড হ্যাজার্ড ইন সিলেট রিজিওন : প্রবলেমস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রায় ৫২ মিলিয়ন মানুষ বাংলাদেশে বন্যাঝুঁকির মধ্যে থাকবে। বিশ্ব ব্যাংকের হিসেব অনুযায়ী, বাংলাদেশ বন্যার ঝুঁকির মধ্যে ১০ নম্বর। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকির কারণে বন্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ও দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। সেমিনারে ‘বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যার ঝুঁকি : দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গবেষণা’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বেসরকারি মারারাত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক স্নাতকোত্তর শিক্ষার্থী মার্জিয়া আক্তার অপু।