৩১ মের মধ্যে সচিবালয় থেকে ফ্যাসিবাদের সব দোসরকে অপসারণ না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী ৮০টি সংগঠনের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’। গতকাল রাত ১১টায় ‘জুলাইয়ের রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির মধ্যে ফাটল তৈরি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি ও বিক্ষোভ সমাবেশ’ থেকে এ হুঁশিয়ারি দেন তারা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবারও রাজু ভাস্কর্যের এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ জুলাই ঐক্যের পক্ষ থেকে তিন দফা দাবি জানান। সেগুলো হলো- জুলাইয়ের সব শক্তিকে বিনষ্ট করতে যেসব ভারতীয় এজেন্ট কাজ করছে তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে; উপদেষ্টা পরিষদে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যতিব্যস্ত তাদের অবিলম্বে অপসারণ করে উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে; জুলাই ঘোষণাপত্র যথা সময়ে দিতে হবে।