রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিল হলেও গোপনে ভর্তি চেষ্টার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক উপউপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন এ অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘পোষ্য কোটা বাতিল হয়েছে। এ কোটায় ভর্তির কোনো সুযোগ নেই। সোশ্যাল মিডিয়ায় কে বা কারা একটি তালিকা প্রচার করছে যা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল কোনো তালিকা নয়। সাবেক ওই সমন্বয়কের প্রকাশিত তালিকা থেকে জানা গেছে, ২০২৪-২৫ সেশনে বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় কোটা থেকে ৪৮ জনের তালিকা করা হয়েছে। এতে সাতজন শিক্ষক ও ১৭ জন কর্মকর্তাসহ ৪৮ জন কর্মচারীর সন্তানের নাম রয়েছে।
ভর্তি পরীক্ষায় যারা ন্যূনতম পাস নম্বর ৪০-৫৫ পর্যন্ত পেয়ে বিভিন্ন ইউনিট থেকে পাস করেছেন। আম্মারের অভিযোগ, পোষ্য কোটা বাতিল হয়েছে। অথচ গোপনে এ কোটায় ভর্তির চেষ্টা চলছে। যার একটি গোপন তালিকা পেয়েছি।