জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগ থেকে র্যাগিংয়ের বিচারের আশ্বাস দেওয়ার ২০ দিন পেরিয়ে গেলেও বিচার না পাওয়ার অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। এতে আশ্বাসের ভিত্তিতে প্রত্যাহার করা অভিযোগ ফের বহাল করতে আবেদন করেছেন প্রান্ত রায় নামে বিভাগটির ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। বুধবার প্রক্টর বরাবর এ-সংক্রান্ত আবেদন করেন তিনি। অভিযোগপত্রে প্রান্ত রায় বলেন, ‘৮ সেপ্টেম্বর তাঁর ওপর সংঘটিত র্যাগিংসংক্রান্ত অভিযোগটি বিভাগীয় মীমাংসার আশায় প্রত্যাহারের জন্য আবেদন করেছিলাম। কিন্তু এত দিনেও বিভাগ কোনো কার্যকর সমাধান করেনি। তাই র্যাগিংয়ের অভিযোগটি পুনরায় বহাল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।’ অভিযুক্ত পাঁচ শিক্ষার্থী হলেন চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের (৪৯ ব্যাচ) ঐশী সরকার অথি, তৃতীয় বর্ষের (৫০ ব্যাচ) প্রমা রাহা, দ্বিতীয় বর্ষের (৫১ ব্যাচ) নোমান, আরিয়ান ও সেজান। এঁদের মধ্যে অথি বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন নেছা হল সংসদের সহসভাপতি (ভিপি) ও প্রমা রাহা সহসাধারণ সম্পাদক (এজিএস)।