দেশের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক প্যাসিফিক জিনস গ্রুপের বন্ধ সাত কারখানা আজ খুলছে। নিরাপত্তার আশ্বাসে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত এসব প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। হামলা, ভাঙচুর ও কিছু শ্রমিকের উচ্ছৃঙ্খল আচরণে কারখানা চালানোর মতো অনুকূল পরিবেশ না থাকার অভিযোগে মালিক পক্ষ গত বৃহস্পতিবার আলাদা নোটিসে সাতটি কারখানা শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। কারখানাগুলো হলো- প্যাসিফিক জিন্স, প্যাসিফিক এক্সেসরিজ, প্যাসিফিক অ্যাটায়ারস, ইউনিভার্সেল জিনস, এনএইচটি ফ্যাশন, জিন্স ২০০০ ও প্যাসিফিক ওয়ার্কওয়্যারস। প্রতিষ্ঠান সাতটি হলেও কোনো কোনোটির একাধিক ইউনিট রয়েছে। সিইপিজেড নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান জানান, প্যাসিফিক জিনসের বন্ধ সাত কারখানা বৃহস্পতিবার থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। আগের মতোই সময়সূচি মেনে কাজ হবে।
সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা কারখানার নিরাপত্তা নিশ্চিত করবে বলে কর্তৃপক্ষকে আশ্বস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব কারখানায় কর্মকর্তা ছাড়াও ৩১ হাজার শ্রমিক কাজ করেন। কারখানা বন্ধ ঘোষণার কারণে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ ছাড়া একসঙ্গে সাতটি কারখানায় উৎপাদন বন্ধ থাকায় দেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।
প্যাসিফিক জিনসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত কারখানা খোলার নোটিসে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতির উন্নতি এবং কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে কারখানা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।