সিলেটে হোম কোয়ারেন্টিন না মানায় এক প্রবাসীকে জরিমানা করা হয়েছে। সোমবার সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী হাকিম জসিম উদ্দিন তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরে ওই প্রবাসী জরিমানার টাকা পরিশোধ করে রক্ষা পান।
জানা যায়, নগরীর মজুমদারি এলাকার ওই ব্যক্তি কয়েকদিন আগে বিদেশ থেকে আসেন। আগামী ১ এপ্রিল পর্যন্ত তিনি হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু তিনি তা না মেনে সোমবার বাসা থেকে বের হন। খবর পেয়ে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী হাকিম জসিম উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের সাজার আদেশ দেওয়া হয়। পরে ওই প্রবাসী জরিমানা দিয়ে কোয়ারেন্টিনের মেয়াদপূর্তির আগ পর্যন্ত বাসা থেকে বের না হওয়ার অঙ্গীকার করেন। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার