ঢাকা জেলা প্রশাসন ৭২১ জন কর্মহীন মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে। সেই সঙ্গে করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব রক্ষায় ৪৫টি মোবাইল কোর্টে ২৫টি মামলা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৭৬ হাজার ৯০০ টাকা ।
ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকা সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় মোট ৭২১টি দিনমজুর, সবজী-ফল বিক্রেতা, রিকশাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক