দিনাজপুরে করোনাভাইরাসে ৮ জন আক্রান্ত হওয়ার পর হোম কোয়ারেন্টাইনের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।
বর্তমানে দিনাজপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৬৫২ জন।
গত বুধবার হোম কোয়ারেন্টাইনে ছিল ১২৩২ জন। আর ইতিমধ্যে ৮৭৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর বিরামপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে একজন।
বৃহস্পতিবার সন্ধায় জেলায় করোনাভাইরাসের নমুনার ৬টি ফলাফল পাওয়া গেছে। এই ৬টির ফলাফলই নেগেটিভ।
বৃহস্পতিবার ৭টায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনাজপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নতুন করে ৪৩১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এ নিয়ে হোম কোয়ারেন্টাইনে ব্যক্তির সংখ্যা ১৬৫২ জন।
বিডি প্রতিদিন/আল আমীন