জয়পুরহাটে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ কারণে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জয়পুরহাটকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া।
সিভিল সার্জন মো. সেলিম মিয়া বলেন, চলতি মাসে ১৪ তারিখে কালাই উপজেলার ওই দু’জন বাসিন্দার নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার রাতে ২৩টি নমুনার রিপোর্ট হাতে পেলে দু’টি পজেটিভ দেখা দেয়।
তিনি আরও জানান, জয়পুরহাট জেলায় এ পর্যন্ত ১৩৫ জনের নমুনা সংগ্রহ করা হলে ৮৮ জনের রিপোর্ট হাতে পেয়েছি। এদের মধ্যে বৃহস্পতিবার দু’জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।
শনাক্ত দু’জনকে বৃহস্পতিবারই জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজির আইসোলেশনে (আইএইচটি) পাঠানো হবে।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষণা করা হলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ