করোনাভাইরাস প্রতিরোধে পিরোজপুর জেলা লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত পিরোজপুর জেলা কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন লকডাউন (অবরুদ্ধ ) করার এ সিদ্ধান্ত নেন বলে জানান পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টর মফিজুর রহমান।
অবরুদ্ধের বিষয়ে এক গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত পিরোজপুর জেলা কমিটির বৃহস্পতিবারের জরুরি সভার সিদ্ধন্তের আলোকে ও সিভিল সার্জনের সুপারিশক্রমে এবং “সংক্রামন রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ (২০১৮ সনের ৬১ নং আইন )” এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রামন ঝুঁকি মোকাবেলায় পিরোজপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করছি। এছাড়াও জেলায় প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করছি। পরবর্তী নিদের্শে না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌ পথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবে না। জেলার অভান্তরে আন্ত:উপজেলা ক্ষেত্রেও একই রূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্য দ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক যোগে পিরোজপুর জেলার উপর দিয়ে অন্যান্য জেলার আন্ত:সংযোগ এ আওতা বহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যে কোন সীমানা দিয়ে যানবাহনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে।
এদিকে সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, পিরোজপুর জেলায় এখন পর্যন্ত ৪ জন ব্যক্তি কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ