কিশোরগঞ্জে নতুন করে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ৪ জন মহিলা রয়েছেন।
গত বৃহস্পতিবার ৯৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। এরমধ্যে ২৪ জনের কোভিড-১৯ পজিটিভ এবং ৬৯ জনের কভিড-১৯ নিগেটিভ পাওয়া গেছে। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শনিবার সন্ধ্যার পর এ তথ্য জানিয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে কুলিয়ারচরে ১ জন, তাড়াইলে ৫ জন, ভৈরবে ৫ জন, হোসেনপুরে ১ জন, সদর উপজেলায় ৪ জন ও করিমগঞ্জে ৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৬ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ