গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক নারী ভর্তি হয়েছেন। শনিবার সকালে জ্বর-সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ওই নারীকে হাসপাতালে ভর্তি হয়।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিমউদ্দিন জানান, তাকে হাসপাতলে ভর্তি করে কোয়রেন্টাইনে রাখা হয়েছ। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী সোমবার তার নমুনা পরীক্ষা করার জন্য ঢাকা আইইডিসিআরে পাঠানো হবে। তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে।
বিডি প্রতিদিন/এ মজুমদার