বরিশাল জেলায় নতুন করে আরও ৩ জন রোগীর করোনা পজেটিভ হয়েছে। শনিবার রাতে নতুন করে আক্রান্তদের মধ্যে একজন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক এবং অপর দুই জন একই মেডিকেলে কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক।
মেডিসিন বিভাগের ওই চিকিৎসকের আগে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। অপরদিকে দুই ইন্টার্ন চিকিৎসক মেডিকেল কলেজ ছাত্রাবাসে গত শুক্রবার করোনায় আক্রান্ত পঞ্চম বর্ষের এক ছাত্রের ঘনিষ্ঠজন।
এ নিয়ে জেলায় মোট ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল প্রথমবারের মতো হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন রোগীর দেহে করোনা শনাক্ত হয়।
গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ৮ জন, গৌরনদীতে ৩ জন, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলায় ১ জন করে এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন নার্স ও শের-ই বাংলা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থীসহ মোট ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।
সব শেষ শনিবার রাতে নমুনা পরীক্ষায় ১ জন চিকিৎসক এবং ২ জন ইন্টার্ন চিকিৎসকের হেদে করোনা শনাক্ত হয়।
এদিকে মুলাদী উপজেলায় নিজ বাড়িতে চিকিৎসাধীন এক রোগী গত সোমবার মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষায় ২ দিন পর গত বুধবার তার রিপোর্ট পজেটিভ হয়। এছাড়া হাপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ভোরে পটুয়াখালীর কলাপাড়ার একজন এবং ওইদিন সন্ধ্যায় বরগুনার আমতলীর একজন রোগীর মৃত্যু হয়। মৃত্যুর পর তাদের রিপোর্ট পজেটিভ হয়। অর্থাৎ তারা দুই জনই করোনা আক্রান্ত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার