প্রায় দুই মাসের মধ্যে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যায় প্রতিদিনের বৃদ্ধি প্রথমবারের মতো এক অঙ্কে নেমেছে দক্ষিণ কোরিয়ায়।
রবিবার দক্ষিণ কোরিয়ায় নতুন করোনাভাইরাসের আরও আট জন আক্রান্তের খবর পাওয়া গেছে। দেশটিতে মোট সংক্রমণ এখন দাঁড়াল ১০,৬৬১।
দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) এর তথ্যানুসারে শনিবার শনাক্ত করা এই চিত্রটি একদিন আগের তুলনায় আরও হ্রাস পেয়েছে।
নতুন আট রোগীর মধ্যে পাঁচজনই বিদেশ থেকে আগত।
গত ২৯ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ নতুন সংক্রমণ ছিল ৯০৯ জন। সংক্রমণ কমছে খুব দ্রত দেশটিতে। এরপরও কর্তৃপক্ষ খুব সজাগ রয়েছে।
কেসিডিসি জানিয়েছে, গত বছরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটির কারণে দেশটিতে মৃত্যুর সংখ্যা আরও দু’জন বেড়ে এখন দাঁড়িয়েছে ২৩৪ জনে।
সুস্থ হওয়ার পর কোয়ারেন্টাইন থেকে মুক্তিপ্রাপ্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় ১০৫ জন বেড়ে ৮,০৪২ জনে পৌঁছেছে।
বিডি প্রতিদিন/কালাম