করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী সংক্রমিত হয়েছে ২৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। এতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি। প্রতি মুহূর্তে বাড়ছে এই সংখ্যা।
করোনাভাইরাসে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এদিকে করোনা মোকাবেলার পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জেরে বরখাস্ত হয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুইজ এনরিক মেনদেতা।
এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেলসন টাইশকেকে দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন।
জানা যায়, গত সপ্তাহে টেলিভিশনে দেয়া ওই সাক্ষাৎকারে এনরিক জনগণকে ঘরে থাকতে ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। এ নিয়েই প্রেসিডেন্টের সঙ্গে তার মতবিরোধ তুঙ্গে উঠে। স্বাস্থ্যমন্ত্রীর অবস্থান নিয়ে প্রকাশ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, ব্রাজিলের প্রেসিডেন্ট করোনাভাইরাসকে গুরুত্ব দিতে চাননি। করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন দেয়া বিভিন্ন অঞ্চলের গভর্নরদের কড়া সমালোচক ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, জীবন অমূল্য, কিন্তু অর্থনীতি ও চাকরি স্বাভাবিক অবস্থায় ফেরা উচিত। অন্যদিকে, এনরিক ওই গভর্নরদের প্রশংসা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ