কক্সবাজারের টেকনাফে করোনা সন্দেহে ৫৯ জনের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য কক্সবাজার মেডিকেলে পাঠানো হয়েছে। টেস্টের পরে ৫৩ জনের রিপোর্ট নেগেটিভ ও ২ জনের নমুনা এখনো ল্যাবে প্রক্রিয়াধীন রয়েছে। হোম কোয়ারেন্টাইনে ১৭৮ জনের মধ্যে ৮৮জন ছাড়পত্র পেয়েছেন। শনিবার নতুন করে আরও ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
এ বিষয়টি নিশ্চত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথায় আক্রান্ত হওয়া রোগীরা নিজ থেকেই করোনা পরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল টিম গিয়ে তাদের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি তাদেরকে পরিবারের সদস্যদের থেকে নিজ নিজ বাড়িতেই আলাদা করে রাখা হয়েছে। এ পর্যন্ত ৫৯ জনের নমুনা সংগ্রহ এর মধ্যে ৫৩ জনের রিপোর্ট নেগেটিভ ও ২ জনের এখনো ল্যাবে প্রক্রিয়াধীন রয়েছে। আর নতুন করে ৪ জনের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে ১৭৮ জনের মধ্যে ৮৮ জন ছাড়পত্র পেয়েছেন, তার মধ্যে বিদেশ ফেরত ৫২ জন ও সন্দেহজনক ৩৬ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে ৯০ জন রয়েছে। পরে বাকিদের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ