তুরস্কে নিশ্চিত করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৩২৯ জনে। শনিবার স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা এ তথ্য নিশ্চিত করেছেন। তাতে আক্রান্তের হিসাবে প্রতিবেশী ইরানকে টপকে গেল তুরস্ক।
গত ২৪ ঘণ্টায় তুরস্কে ৩ হাজার ৭৮৩ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। কোকা জানান, আরও ১২১ জন মারা গেছেন এ রোগে। মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ৮৯০। করোনা থেকে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ১০ হাজার ৪৫৩ জন। ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫২০ জনের টেস্ট করা হয়েছে বলে জানান তিনি।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংক্রমণ ঠেকাতে ৩১ শহরের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। শনিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে ১৫ দিনের নতুন নিষেধাজ্ঞা।
বিডি প্রতিদিন/কালাম