করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। এর বিষাক্ত ছোবলে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। হাজার চেষ্টা সত্ত্বেও থামছে না মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন জারি করা হয়েছে বিশ্বের অনেক দেশে। ভারতও ২১ দিনের লকডাউন জারি করার পর তার সময়সীমা বৃদ্ধি করেছে। তাতে কিছুটা সংক্রমণ ঠেকানো গেলেও আক্রান্ত ও মৃতদের সংখ্যা ক্রমাগতই বাড়ছে।
এবার দেশটিতে করোনার প্রকোপে প্রাণ হারাল ৪৫ দিনের ছোট্ট শিশু।
সরকারি তথ্যানুযায়ী, করোনাভাইরাসে ভারতে সবচেয়ে কম বয়সে মৃত্যুর ঘটনা এটি। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল শরীরে জ্বর ও কাশি নিয়ে দিল্লির কলাবতী সারন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল ছোট্ট ওই শিশুটি। এরপর ১৬ এপ্রিল শারীরিক পরীক্ষার ফলাফলে তার করোনা হয়েছে বলে জানা যায়। আর শনিবার ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তার। খবরটি প্রকাশে আসার পরই শোকের ছায়া নেমে এসেছে ওই শিশুটির পরিবারে।
উল্লেখ্য, ভারতের বিভিন্ন জায়গা থেকে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যার ফলে চিন্তায় পড়েছেন চিকিৎসকরা। শনিবারই মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই-ভিরার পৌরসভা এলাকায় ৮ দিনের একটি শিশুর শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। দক্ষিণ কলকাতার উত্তর পঞ্চান্ন গ্রাম এলাকাতেও ২১ মাসের একটি শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এরপরই তার পরিবারের সমস্ত সদস্যকে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম