নিউমোনিয়া নিয়ে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আবদুল কাইউম মারা গেছেন গতকাল শনিবার সকালে। চিকিৎসকরা এখনো নিশ্চিত করেননি তার করোনা পজিটিভ না নেগেটিভ ছিল।
এদিকে, কাইউমের সঙ্গে থাকা তার স্ত্রী ও দুই সন্তানকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে। তাকে জানানো হয়েছে, করোনা পজিটিভ হলে কর্তৃপক্ষ লাশ দাফন করবে। নেগেটিভ হলে লাশ নিয়ে যেতে পারবে।
অথচ, কাইউম পরিবারের বাকি দুই সদস্যের পরীক্ষার ব্যবস্থা ও আইসোলেশনে নেওয়ার পদক্ষেপ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/আরাফাত