মানিকগঞ্জে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় ৬ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের গোপালপুর ভাদুটিয়া গ্রামের শহীদ (৬৫) শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ সদর হাসপাতলে ভর্তি হয়। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হলে গতরাতের রিপোর্টে করোনা পজিটিভ দেখা দিলে তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।
সেই সাথে রাত ১২ টার দিকে ওই গ্রামটিকে লকাডাউন ঘোষণা করা হয়। আক্রান্ত শহীদ ওই গ্রামে শশুর বাড়িতে থাকতো। তার বাড়ি একই উপজেলার শাকরাইল গ্রামে।
বিডি প্রতিদিন/হিমেল