করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় ইরানকে ভেন্টিলেটর সহায়তা দিতে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ইরানকে সহায়তার প্রস্তাব দিয়েছি। তাদের ভেন্টিলেটর লাগলে আমি তা পাঠিয়ে দেব। আমাদের হাজার হাজার অতিরিক্ত ভেন্টিলেটর পড়ে আছে। আমাদের ভেন্টিলেটরের বিশাল মজুদ। খবর রয়টার্স ও আল-আরাবিয়ার।
ট্রাম্প বলেন, যখন আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করি, তখনকার চেয়ে বর্তমান ইরান অনেক বদলে গেছে। ইরান পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছিল, কিন্তু এখন তারা কেবল টিকে থাকতে চাচ্ছে। সেখানে প্রতি সপ্তাহে বিক্ষোভ হচ্ছে। তারা মহামারীর বিশাল বোঝা বহন করছে।
এদিকে মহামারীর জন্য সচেতনভাবে চীন দায়ী হলে দেশটিকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মহামারীর মোকাবেলায় বেইজিংয়ের ভূমিকায় সমালোচনা বাড়িয়ে দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে চীন থেকেই তা বন্ধ করা সম্ভব হতো, কিন্তু সেটি হয়নি।
বিডি প্রতিদিন/কালাম