উহান, চীনের হুবেই প্রদেশের একটি শহর, যা এখন গোটা বিশ্বে ব্যাপক পরিচিত। কেননা, প্রাণঘাতী করোনার ভাইরাসের উৎপত্তি হয় এই শহর থেকেই। যে কারণে এই শহরকে অনেকেই করোনাভাইরাসের আঁতুরঘর বলে থাকে।
এদিকে, উহান করোনার আঁতুরঘর হলেও ভাইরাসটি আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে ইউরোপে গিয়ে। ইউরোপের দেশ ইতালি, স্পেন ও ফ্রান্সকে মৃত্যুপুরীতে পরিণত করে করোনাভাইরাস।
করোনাভাইরাসের কারণে গত জানুয়ারিতে উহান অবরুদ্ধ ঘোষণা করা হয়। যে কারণ স্পেনে খেলতে গিয়ে আটকা পড়েছিলেন চাইনিজ সুপার লিগের দল উহান জালের ফুটবলাররা। তিন মাস পর সেই মৃত্যুপুরী স্পেন থেকে নিজ শহরে ফিরেছেন উহানের ফুটবলাররা।
শনিবার খেলোয়াড়রা তাদের প্রিয় শহরে এসে পৌঁছালে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। প্রত্যেকের মুখে ছিল মাস্ক। ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাদের।
ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, তিন মাসেরও বেশি সময় ধরে ভবঘুরে থাকার পর উহান জাল দলের সদস্যরা অবশেষে পা রাখলো তাদের শহরে।
চীনের যে শহর থেকে করোনাভাইরাস মহামারির উৎপত্তি, সেই নগরীতে ফিরে আসছে কোলাহল। আপনজন থেকে তিন মাস দূরে থাকার পর উহান জালের ফুটবলাররা ফিরেছেন শহরে।
বিডি প্রতিদিন/কালাম