প্রাণঘাতী করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে। এই ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজারের বেশি।
এদিকে, জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭৭৫ জন। জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউটের (আরকেআই) বরাত দিয়ে সোমবার এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৬৭২ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৪০৪ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ