কুড়িগ্রামের উলিপুরে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা নিয়ে একজন ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। রবিবার রাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মাষ্টার পাড়াগ্রামের তার নিজ বাড়িতে তিনি মারা যান।রবিবার ভোররাতে এলাকাবাসীরা কেউ না এলে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজনের উপস্থিতিতে তার লাশ দাফন করা হয় বলে জানা গেছে।
এলাকাবাসীরা জানান, নিহত ব্যক্তি টাঙ্গাইলের এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন। জানা গেছে, গোড়াই মাস্টারপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ঐ ব্যক্তি গত এক সপ্তাহ আগে টাঙ্গাইল থেকে বাড়িতে আসেন। এরপর থেকে তিনি জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথায় ভুগছিলেন। এছাড়াও তিনি এলাকায় আসার পর এলাকাবাসীদের কথামত হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এমতাবস্থায় রবিবার রাতে করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, শুনেছি তিনি টাঙ্গাইলের এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন। ঐ প্রবাসী বিদেশ থেকে টাঙ্গাইলের বাসায় ফিরে আসলে তাকে বাড়িতে পাঠানো হয়। নিজ বাড়ি উলিপুরে আসার পর থেকে তিনি আর বাইরে বের হননি। এরপর তিনি রবিবার রাতে মারা যান।
এ ব্যাপারে উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, তিনি গত ১০ এপ্রিল টাঙ্গাইল থেকে বাড়িতে আসেন। পরিবারের সদস্যরা তাকে জানান, তিনি আসার পর থেকেই হোম কোয়ারেন্টাইনেই ছিলেন। জ্বর, সর্দি ও কাশি নিয়ে রবিবার রাতে তিনি মারা যান। তিনি আরও বলেন আমরা তার, স্ত্রী ও ১২ বছরের কন্যাসহ ৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করছি।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন নমুনা সংগ্রহ করে রংপুর প্রেরণ করছে। পরে রবিবার ভোররাতে এলাকাবাসীরা ভয়ে কেউ এগিয়ে না এলেও পুলিশ ও স্বাস্থ্য বিভাগ তার লাশ দাফন সম্পন্ন করে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ