কারও যদি করোনা পজেটিভ হয়, দয়া করে আতঙ্ক গ্রস্ত হবেন না। মনে সাহস রাখবেন। ঘাবড়ে যাবেন না।
আমাদের লোকমান সুস্থ হয়েছে, কোনও হাসপাতাল বা ওষুধের কারণে নয়, একেবারেই নিজের চেষ্টায়।
ওকে প্রতিদিন ফোন করে বলতাম, টাকার মায়া করিস না, কমলা, লেবু, আপেল মসলার চা খা। লোকমান সেটাই ফলো করেছে। ও রাতদিন ওভাবেই খেয়েছে।
মাছ মাংস সব খেয়েছে। একাই সে যুদ্ধ করেছে বিশ্বব্যাপী অপ্রতিরোধ্য ভয়ঙ্কর করোনাভাইরাসের সঙ্গে। এক সপ্তাহেই ফিরে এসেছে অনেকটা নিশ্চিত মৃত্যুর হাত থেকে। ও যখন আমায় বলল, ম্যাডাম আমি এখন সুস্থ, আমার চোখে তখন আনন্দের অশ্রু। আপনি আমিও পারব ইনশাআল্লাহ।
কমলা, লেবু, আপেল, মসলার চা, এসব খাওয়ার দুই দিন পরেই বলেছিল, ম্যাডাম চিন্তা কইরেন না, মুই মরমু না। ওর আত্মবিশ্বাসে আমি নিজেও কনফিউজড ছিলাম, কিন্তু পরে সেটাই সত্যি হল। লোকমান ফিরে এসেছে।
আসুন এবার লোকমানের পরিচয় দিই।
দিন তারিখ মনে নেই। এমনকি সালও। বিশাল এক আইড় মাছ নিয়ে বাসায় এল। ছাদের খোলা জায়গায় ছাতার নিচে তাকে বসতে দেয়া হল। পায়জামা পাঞ্জাবি পরা সেই ছেলেটার নামই লোকমান।
একদিন দুদিন করে বাসায় আসতে আসতে কখন যে রাজীব সাহেবের পি এস হয়ে গেল, আমাদের পরিবারের একজন হয়ে বাকি জীবন আমাদেরই ঘরের লোক হয়ে গেল, তা আমরা নিজেরাও জানি না।
এত এত অমানুষদের উপকার করেছি কেউ কোনও দিন একবার ফোন করেও জিজ্ঞেস করেনি, কেমন আছি কিংবা বাচ্চারা কেমন আছে?
এই লোকমানকেই সব সময় পাশে পেয়েছি, যখন যা বলেছি, সাথে সাথে সে করে দিয়েছে। এই কাজ সেই কাজ হাসি মুখে করে দিয়েছে।
সব সময় বলতো আপনাদের সহযোগিতায় আজকে আমি এখানে, আজ আমি প্রতিষ্ঠিত।
কয়েকদিন আগে ওর ফোন আসাতে ভেবেছিলাম আমাদের খবর নেওয়ার জন্য বুঝি ফোন করেছে। কেমন আছিস জিজ্ঞেস করতেই কিছুক্ষণ চুপ থেকে বলল, ম্যাডাম আমি ভালো নেই, করোনা পজেটিভ আমার শরীরে।
সাথে সাথে নিজেকে বড় অসহায় মনে হল। অন্য রোগ হলে বাসায় এনে সেবা দিয়ে সুস্থ করতে পারতাম।
আল্লাহ, যে মানুষটা দিনের পর দিন আমাদের সেবা দিয়ে গেল সে মানুষটা একা ঢাকা শহরে একা যুদ্ধ করছে, আর আমি কোনও সাহায্য করতে পারছি না।
ফোন রাখার আগে বলল, ম্যাডাম ফেসবুকে আমার কথা লিখে সবার কাছে দোয়া চাইবেন।
এই ভালো মানুষ লোকমানের জন্য সবাই দোয়া করবেন।
লোকমানরে ভয় পাস না ভাই।
আমাদের কথা ছিল এক সাথে ওমরা করতে যাব, ভাইরে যাব। মহান রাব্বুল আলামিন চাইলে আমরা অবশ্যই যাব ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/কালাম