করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। সাধারণ মানুষদের করোনার কবল থেকে বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বাংলাদেশে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৯০ জন। এ পর্যন্ত দেশে সব মিলিয়ে ৩২ হাজার ৬৭৪ জনের পরীক্ষা করে তিন হাজার ৭৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২০ জনের। আর সুস্থ হয়েছেন ৯২ জন। আক্রান্তদের প্রায় ৮৫ শতাংশই ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গতকাল বুধবার এসব তথ্য জানান। বুলেটিনে কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ শহীদউল্লাহও বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে পাওয়া চিত্র অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৮৫.২৬ শতাংশ মানুষই ঢাকা বিভাগের। এর মধ্যে ৪৫.৫১ শতাংশ (১৪৭০ জন) ঢাকা মহানগরীতে এবং ৩৯.৭৫ শতাংশ (১২৮৪ জন) ঢাকা বিভাগের অন্য জেলাগুলোতে।
মোট আক্রান্তের মধ্যে মাত্র ১৪.৭৪ শতাংশ ৫৭ জেলায়। আর শতকরা হার হিসাবে ঢাকা বিভাগের পর ৪.৪৬ চট্টগ্রামে, ৩.৯৩ ময়মনসিংহ বিভাগে, ২.১০ শতাংশ বরিশাল বিভাগে, ১.৭৭ শতাংশ রংপুর বিভাগে। এ ছাড়া বাকি তিনটি বিভাগের আক্রান্তের হার ১ শতাংশের নিচে; এর মধ্যে সিলেট বিভাগে সবচেয়ে কম ০.৫৯ শতাংশ রোগী শনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার