একজন কোভিড-১৯ করোনাভাইরাস রোগী সেরে উঠলেন, ছিলেন কোভিড পজিটিভ হলেন নেগেটিভ। তিনি নেগেটিভ হওয়াতে হয়ে উঠলেন অসুস্থ রোগীর জন্য প্লাজমা দাতা। তাকে মেডিক্যাল পরীক্ষা করলেন ডাক্তার, রক্ত পরীক্ষাও করা হল।
তাকে কাউন্সেলিং করা হল আর পদ্ধতিটি বুঝানো হল। দাতা এলেন হাসপাতালে যেখানে রক্ত দান করবেন সেই বিভাগে, সেখানে তার উপর যে পদ্ধতি প্রয়োগ করা হবে একে বলে APHERESIS PROCEDURE।
রক্ত দানের পর নেওয়া হলে এফেরসিস মেশিনে এরপর রক্ত সেন্ট্রি ফিউজ করা হল। প্লাজমা আলাদা করা হল আর বাকি লোহিত কনিকা, শ্বেত কনিকা আর অনুচক্রিকা ফিরিয়ে দেওয়া হল দাতাকে।
পদ্ধতিটি নিরাপদ আর করা হয় ওয়ান টাইম ইউজ সার্কিট দিয়ে। মেশিন আর কিট সব আমদানিকৃত আর এতে আছে নিরাপদ ব্যবস্থা মেসিনের মধ্যে নির্মিত যাতে দাতা সম্পূর্ণ নিরাপদ থাকেন।
সংগৃহীত প্লাজমা নিয়ে যাওয়া হয় রোগীর কাছে আর তাকে প্লাজমা ভরন দেওয়া হয়। রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা