২৬ অক্টোবর, ২০২০ ১১:৪১

তৃতীয়বার করোনা আক্রান্ত ডা. নিহার রঞ্জন!

অনলাইন ডেস্ক

তৃতীয়বার করোনা আক্রান্ত ডা. নিহার রঞ্জন!

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. নিহার রঞ্জন দাস তৃতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন। দুই থেকে আড়াই মাসের ব্যবধানে তিনবারই উপসর্গসহ করোনা ধরা পরে এ চিকিৎসকের। সবশেষ রিপোর্টে ২০ ভাগ ক্ষতিগ্রস্ত তার ফুসফুস।

ডা. নিহার রঞ্জন দাস ১৮ এপ্রিল অল্প উপসর্গসহ প্রথম করোনা আক্রান্ত হন। ১৩ মে সুস্থতা নিশ্চিত করেই আবারও লেগে পরেন রোগী সেবায়। দেড় মাসের মাথায় করোনার আরেক ধাক্কা। সীমিত উপসর্গ নিয়ে করান নমুনা পরীক্ষা। ফল আসে আবারও কোভিড পজেটিভ। ১৭ দিন পর দ্বিতীয়বারের মতো সুস্থ হন ডাক্তার নিহার।

এদিকে, ১৬ অক্টোবর আবারও দেখা দেয় উপসর্গ। তৃতীয়বারের মতো করোনা আক্রান্তের খবর পান ডা. নিহার। সিটি স্ক্যান রিপোর্ট বলছে, এবার ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুসফুস। ডাক্তার নিজেই নিশ্চিত করলেন কোনো রিপোর্টেই ভুল ছিলো না।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর