২৮ জানুয়ারি, ২০২১ ১৩:৫৫

‘তোমাদের দেশের করোনাভাইরাস আমাদের দেশে চাই না!’

অনলাইন ডেস্ক

‘তোমাদের দেশের করোনাভাইরাস আমাদের দেশে চাই না!’

গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের অক্সফোর্ড স্ট্রিটে একটি বর্ণবাদী কিশোর দল জোনাথন মক নামে সিঙ্গাপুরের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করে। করোনাভাইরাস ছড়ানোর জন্য দেশকে দায়ী করে বর্ণবাদী কিশোরদের বক্তব্য, 'তোমাদের  দেশের করোনাভাইরাস আমাদের দেশে চাই না'।

হাইবারি কর্নার ইয়ুথ কোর্ট ১৬ বছর বয়সী ওই কিশোরকে দোষী সাব্যস্ত করে একটি ইলেকট্রনিক ট্যাগ যুক্ত করার নির্দেশ দিয়ে ১৮ মাসের যুব নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে। ১০সপ্তাহ ধরে এই ট্যাগ তার সঙ্গে যুক্ত থাকবে। 

'মোকের ওপর কোনো কারণ ছাড়াই হামলা করা হয়েছে। প্রাপ্তবয়স্ক হলে অভিযুক্ত কিশোরটির অনেক লম্বা সময় কারাদণ্ড হতো', বলেছেন বিচারক ম্যারভিন ম্যান্ডেল। এ ছাড়াও ক্ষতিপূরণ হিসেবে ছয়শত পাউন্ড ভুক্তভোগী মোককে পরিশোধের নির্দেশ দিয়েছে। করোনা নিয়ে বর্ণবাদী আচরণ ও হামলার দায়ে যুক্তরাজ্যে কিশোরকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/অন্তরা

সর্বশেষ খবর