বিশ্বজুড়ে ২২ লাখের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের।
নতুনভাবে ৬ লাখের কাছাকাছি মানুষের শরীরে শনাক্ত হল করোনা সংক্রমণ। সব মিলিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১০ কোটি ২০ লাখ ছাড়িয়েছে।
এদিকে, বৃহস্পতিবার শুধু যুক্তরাষ্ট্রেই চার হাজারের কাছাকাছি মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ৪৪ হাজার ছুঁইছুঁই।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৬শ’র বেশি মৃত্যু দেখল মেক্সিকো। এছাড়া, ব্রাজিলে এদিন প্রাণহানি ছিল ১৪শ’র ওপর আর ব্রিটেনে ১৩শ’র কাছাকাছি।
এদিন সাড়ে ৮শ’র বেশি মৃত্যু দেখেছে জার্মানি। ৪ থেকে সাড়ে ৫শ’র মতো প্রাণহানি রেকর্ড করেছে স্পেন-রাশিয়া-ইতালি ও ইন্দোনেশিয়া।
বিডি প্রতিদিন/কালাম