মৌলভীবাজারে পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেলার ইপিআই ভবনে টিকাগুলো পৌঁছায়।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, টিকাদান কর্মসূচিকে সামনে রেখে মৌলভীবাজার সদর হাসপাতালসহ সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুতি নেয়া হয়েছে। সঠিকভাবে কর্মসূচি সমন্বয় ও বাস্তবায়নের জন্য মৌলভীবাজার সিভিল সার্জনকে সভাপতি করে গঠন করা হয়েছে ছয় সদস্য বিশিষ্ট ‘করোনা টিকা গ্রহণ কমিটি’। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আটটি বুথে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে বুথে টিকাদান করা হবে। প্রতিটি বুথে দু'জন স্বাস্থ্যকর্মী ও চারজন স্বেচ্ছাসেবী কাজ করবেন। এর মধ্যে মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফ এবং পরিবার কল্যাণ পরিদর্শিকারা থাকবেন।
জেলা সদর হাসপাতালের আটটি বুথে ১৬ জন টিকা দানকারী ও ৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিকাদান শুরু হতে পারে।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইকবাল হাসান জানান, করোনা প্রতিরোধকারী করোনা ভ্যাকসিন পৌঁছেছে। ৫ কার্টনে ৬ হাজার ভায়াল। এতে মোট ৬০ হাজার ডোজ টিকা রয়েছে। ইপিআই ভবনে ভ্যাকসিন সংরক্ষণে ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। সেখানে রাখা হয়েছে এসব করোনা ভ্যাকসিন।
বিডি প্রতিদিন/আরাফাত