১৭ এপ্রিল, ২০২১ ২২:০৮

টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ১১ লক্ষাধিক মানুষ

অনলাইন ডেস্ক

টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ১১ লক্ষাধিক মানুষ

এখন পর্যন্ত সাড়ে ১১ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন দেশে, তবে কারো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭১ লাখ ৪ হাজার ৫৬৩ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

জানা গেছে, টিকার দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ১১ লাখ ৫১ হাজার ৭৬৭। এরমধ্যে পুরুষ ৭ লাখ ৮০ হাজার ৭৫৯ এবং নারী ৩ লাখ ৭১ হাজার ৮ জন। এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন। এরমধ্যে ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৬৫ হাজার ৩৮৭।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২ লাখ ২১ হাজার ৬১৬ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩০৩ এবং নারী ৭৮ হাজার ৩১৩ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১২ হাজার ১৫৭ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৬৬৬ এবং নারী ৪ হাজার ৪৯১ জন।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর