কাশ্মীরের ব্যবসায়ীদের কাছে একশ অক্সিজেন কনসেন্ট্রেটর মজুদ ছিল। করোনাভাইরাস সংক্রমণের প্রভাব যখন কম ছিল, তখন কম দামে অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে রেখেছিলেন তারা। মানবিক দৃষ্টিকোণ থেকে কাশ্মীরের এই ব্যবসায়ীরা নামমাত্র মূল্যে এগুলো মহারাষ্ট্রের ত্রাণ সংস্থাকে দিয়ে দেন।
জানা গেছে, আগে অক্সিজেন কনসেন্ট্রেটরের দাম ছিল তিন হাজার আট'শ থেকে চার হাজার পাঁচ'শ রুপির মধ্যে, বর্তমানে দাম বেড়ে দাঁড়িয়েছে সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজার রুপি।
কিন্তু কাশ্মীরের ব্যবসায়ীদের মধ্যে যাদের অক্সিজেন কনসেন্ট্রেটর মজুদ ছিল, তারা বর্তমানে এসেও চার হাজার দুই'শ থেকে চার হাজার চার'শ রুপি দরে এসব বিক্রি করে দেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির