বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুই হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

বাগেরহাট ও নেত্রকোনা প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নেতা আব্দুর রহিম ফকির হত্যার দায়ে দুই ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান। আসামিদের উপস্থিতিতে গতকাল এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মোরেলগঞ্জের ঝিলবুনিয়া গ্রামের সোহবান শেখ, তার শাজাহান শেখ ও একই গ্রামের বারেক শেখ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১৬ আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বিচারক।

এদিকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় স্ত্রী রানীকে (২৮) কুপিয়ে হত্যার মামলায় স্বামী পরিতোষ সামন্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদলত। বিচারক আব্দুল হামিদ গতকাল এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৮ আগস্ট ঝগড়ার একপর্যায়ে পরিতোষ হাতে থাকা কোদাল দিয়ে রত্নাকে কুপিয়ে জখম করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর