শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চুরির অভিযোগে শিশুকে মারধর

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় কমলা চুরির অভিযোগে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসার শিশু শিক্ষার্থী সাকিবুজ্জামান সাকিব (৭)-কে বেধড়ক মারধর করেছে নূর ইসলাম নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর আহত সাকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শিশু উপজেলার কেতকীবাড়ি গ্রামের অটোরিকশা চালক আনারুল ইসলামের ছেলে। সে কেতকীবাড়ি নূরানী তালিমুল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছে শিশুটি। এ সময় চিকিৎসাধীন সাকিব জানায়, প্রতিদিনের মতো বই খাতা নিয়ে বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা থেকে বাড়িতে যাচ্ছিল সে। এ সময় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার মাদ্রাসা সংলগ্ন বাসিন্দা নূর ইসলাম তাকে গতি রোধ করে। পরে তাকে গাছের কমলা চুরির অভিযোগ তুলে কোদালের ডাণ্ডা (বাঁশযুক্ত লাঠি) দিয়ে বেধড়ক মারধর করে। শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে তাকে পা দিয়ে চেপে ধরেন নূর ইসলাম। নওদাবাস ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য আইয়ুব আলী বলেন, গাছের কমলা ছেঁড়াকে কেন্দ্র করে এক শিশুকে মারধর করেছে নূর ইসলাম। শিশুটির বাবা আনারুল ইসলাম বলেন, আমার ছোট্ট বাচ্চাকে যেভাবে পেটানো হয়েছে, আশপাশের লোকজন এগিয়ে না এলে হয়তো মেরেই ফেলত। হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর