মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিরল রোগ ‘ম্যানিগোসেলে’ আক্রান্ত শিশুর সন্ধান

লালমনিরহাট প্রতিনিধি

হাতিবান্ধা উপজেলায় বিরল রোগ ‘ম্যানিগোসেলে’ আক্রান্ত ছয় মাস বয়সী শিশুর সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত রাদিয়াতুল জান্নাত উপজেলার উত্তর গোতামারী গ্রামের আতাউর রহমানের মেয়ে। শিশুটির মামা শাহাজাহান জানান, জন্মের পর জান্নাতের পিঠে ক্ষত চিহ্ন দেখা যায়। এ জন্য হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হয়। এতে অবস্থার উন্নতি না হলে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতলের ডা. তোফায়েল হোসেন ভুঁঞার স্মরণাপন্ন হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার বলেন, ‘শিশুটি ম্যানিগোসেল রোগে আক্রান্ত। এটা মেরুদণ্ডের ভেতরে ক্ষতের মতো এবং দুই ভাগে বিভক্ত। টিউমার আকৃতির এ ক্ষতটি দিন দিন বড় হতে থাকবে। স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। মাথাসহ পুরো শরীর বেলুনের মত ফুলে যাবে এবং ধীরে ধীরে তা মৃত্যু দিকে ঠেলে দেবে। অস্ত্রোপচারের মাধ্যমে তাকে সুস্থ করা সম্ভব। এ জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন।’ পরে জান্নাতকে নেওয়া হয় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। জান্নাতের বাবা আতাউর রহমান বলেন, সর্বস্ব ব্যয় করেও একমাত্র মেয়েকে সুস্থ করতে ব্যর্থ হয়ে এখন বাড়িতে আছেন। সন্তানের মৃত্যু নিশ্চিত জেনেও টাকার অভাবে হাল ছেড়ে দিয়ে নিয়তিনির্ভর হয়ে রয়েছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর