রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

ছয় জেলায় ১০ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় ১০ প্রাণহানি

টাঙ্গাইল, মৌলভীবাজার, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বগুড়ায় সড়কে প্রাণ গেছে নারী ও শিশুসহ সাতজনের। শুক্রবার রাত থেকে গতকাল রাত পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল : সদর উপজেলার ভাতকুড়া নামক স্থানে যাত্রীবাহী বাসচাপায় সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গত রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সদর উপজেলার করটিয়া তেতুলিয়া গ্রামের শরীফ (২২) ও সাগর (২০)। মৌলভীবাজার : কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গতকাল বিকালে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোচালক ইলিয়াছ মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন চার নারী যাত্রীসহ পাঁচজন। নিহত ইলিয়াছ আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার সড়কে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ও মাইক্রোর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সাতকানিয়ার আবদুর রাজ্জাক (৩৫) এবং অজ্ঞাত এক নারী। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক নারী ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে একই উপজেলার সুজাপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে সুমাইয়া নামে ছয় বছরের এক শিশু। সুমাইয়া কালিগঞ্জ গ্রামের আলকেশ আলীর মেয়ে। সিদ্ধিরগঞ্জ : শিমরাইল-খাঁনপুর সড়কে শুক্রবার দিবাগত রাতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোচালক এবং এক যাত্রী নিহত হন। নিহতরা হলেন— অটোরিকশার চালক নরসিংদীর মনোহরদি থানার রতন মিয়ার ছেলে মনির হোসেন  ও যাত্রী শরীয়তপুরের ডামুড্যা থানার চাঁন মিয়ার ছেলে মাহবুব আলম। বগুড়া : গাবতলীতে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে আব্দুল জোব্বার নামে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। তিনি বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার জিল্লুর রহমানের ছেলে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর