শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

চিকিৎসকের অভাবে সেবা সংকট

ওষুধ না পাওয়ার অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি

চিকিৎসকের অভাবে সেবা সংকট

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স —বাংলাদেশ প্রতিদিন

চিকিৎসকের অভাবে প্রত্যাশিত সেবা না পাওয়ায় রোগীরা হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না হয়ে চলে যাচ্ছেন অন্যত্র। রোগীদের অভিযোগ, চিকিৎসা পেলেও এখানে ওষুধ দেওয়া হয় না। বাইরে থেকে কিনতে বলা হয়। অন্যদিকে প্রয়োজনীয় চিকিৎসকসহ জনবলের অভাবে রোগীদের ভিড়ে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আহসান আলী সরকার বকুল। দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার হলেও এতে ৮ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু  আছে মাত্র ৩ জন। আর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা না থাকায় ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ডা. মো. আহসান আলী সরকার বকুলকে দাফতরিক কাজেই সর্বদা ব্যস্ত থাকতে হয়। চিকিৎসা সেবায় মাত্র দুজন স্বাস্থ্য সহকারী চিকিৎসক দিয়ে চলছে বহির্বিভাগ ও জরুরি বিভাগ। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সেবিকার ২০টি পদ থাকলেও কর্মরত আছেন ১৩ জন। এ ছাড়াও ভাণ্ডার রক্ষক, হিসাব রক্ষক, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), মেডিকেল ল্যাব (ফিজিও), নার্সিং সুপার ভাইজার, কার্ডিওগ্রাফার ও কম্পিউটারের একটি করে শূন্যপদ রয়েছে। চিকিৎসক না থাকায় জরুরি বিভাগ ও বহির্বিভাগে স্বাস্থ্য সহকারীরাই চিকিৎসা দিয়ে থাকেন। এ ব্যাপারে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আহসান আলী সরকার বকুল জানান, আমি ছাড়া আর কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় মাত্র দুজন স্বাস্থ্য সহকারী চিকিৎসক দ্বারা চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা।

গুরুতর কোনো রোগী এলে আমি তাদের চিকিৎসা দিয়ে থাকি।

সে ক্ষেত্রে কখনো ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করতে হয়। প্রতি মাসে কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবগত করা হচ্ছে।

সর্বশেষ খবর