সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে গতকাল দুই গ্রুপে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের ২০ জন। সংঘর্ষ চলাকালে ১০-১২টি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় প্রায় ৪ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মদনপুর এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদা নিয়ন্ত্রণ নিয়ে আমির ও আফজাল গ্রুপের সঙ্গে খলিলুর রহমান গ্রুপের বিরোধ চলছে। এ নিয়ে তারা এর আগেও কয়েক বার সংঘাতে জড়িয়েছে। রবিবার বেলা ১২টায় মদনপুরে বাসস্ট্যান্ডে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসা ছিলেন খলিল। এ সময় আমির গ্রুপের কয়েকজন সেখানে জড়ো হলে তাদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়ান খলিল। একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন একে অন্যের উপর হামলা করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

 

সর্বশেষ খবর