মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এক পলক

নবজাতকের মৃত্যুরোধে কর্মশালা

ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ে নবজাতকের মৃত্যুরোধে করণীয় শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও শাম্মী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক রেজাউল করিম, হরিণাকুণ্ডু উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ওয়ালিউর রহমান,  উপজেলা মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন প্রমুখ।

-ঝিনাইদহ প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

কুমিল্লার হোমনায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালক নিহত হয়েছেন। নিহত দুলাল মিয়া (৩০) উপজেলার মিঠাইভাঙা গ্রামের বেনু মিয়ার ছেলে। সোমবার বিকালে

-কুমিল্লা প্রতিনিধি

বখাটের যাবজ্জীবন

বরিশালের উজিরপুর উপজেলার গাজীরপাড় এলাকায় প্রতিবন্ধী শিশুকে (০৪) ধর্ষণের দায়ে মনির মোল্লা নামে এক বখাটেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ গতকাল এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মনির উজিরপুরের গাজীরপাড় এলাকার নুরুল ইসলামের ছেলে।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরগুনায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রবিবার রাতে বামনা থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, রামনা ইউনিয়নের উত্তম সিকদার (১৯), আনন্দ সিকদার (৫০), উষা রানী (৪০) ও মাসুদ ফকির (২০)। মামলা সূত্রে জানাগেছে, রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামের উত্তম শনিবার ওই ছাত্রীকে স্কুল থেকে বাড়ি  ফেরার পথে অপহরণ করে। পুলিশ মেয়েটিকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। -বরগুনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর