মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সেই ওসিকে শোকজ মামলা গ্রহণের নির্দেশ

ধর্ষকের সঙ্গে থানায় গৃহবধূর বিয়ে

পাবনা প্রতিনিধি

পাবনায় গণধর্ষণের শিকার গৃহবধূকে থানা চত্বরে অভিযুক্ত ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন, ধর্ষণ মামলা গ্রহণ ও ওসিকে শোকজ নোটিস পাঠিয়েছে জেলা পুলিশ। পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম গতকাল সাংবাদিকদের এ কথা জানান। পুলিশ সুপার বলেন, সদর উপজেলার দাপুনিয়ায় এক গৃহবধূকে গণধর্ষণের মামলা না নিয়ে ধর্ষকের সঙ্গে বিয়ের ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে পুলিশ তদন্ত কমিটি গঠন করে। গতকাল কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে থানায় মামলা নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সদর থানার ওসি ওবায়দুল হক থানা চত্বরে কেন এমন কাজ করলেন তার ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিস দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। বিয়ের কাজী মাওলানা আজম মুঠোফোনে বলেন, ‘আমার বাড়ি দাশুড়িয়ায়। পাবনা সদর থানায় ডেকে নিয়ে আমাকে বিয়ে পড়ানোর অনুরোধ করা হয়। আমি প্রথমে অস্বীকার করি। পরে ওসি স্যারের চাপে আগের স্বামীকে তালাক প্রদান সাপেক্ষে আমাকে বাধ্য করানো হয় বিয়ে পড়াতে। আমার কিছু করার ছিল না।’ প্রসঙ্গত, পাবনা সদর উপজেলার এক নারীকে গত ২৯ আগস্ট রাতে একই গ্রামের রাসেল আহমেদ চার সহযোগীকে নিয়ে অপহরণ করে চারদিন ধরে গণধর্ষণ করে। পরে গৃহবধূ সদর থানায় লিখিত অভিযোগ দেয়। পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করলেও মামলা নথিভুক্ত না করে ধর্ষিতাকে তার সঙ্গে থানা চত্বরে বিয়ে দিয়ে ঘটনা মীমাংসার চেষ্টা চালায়।

সর্বশেষ খবর