বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পাহাড় মুখর ফুল আর পাখির কলতানে

রাঙামাটি প্রতিনিধি

পাহাড় মুখর ফুল আর পাখির কলতানে

করোনার কারণে সবকিছু যখন স্থবির, তখন পাহাড়ে সৌন্দর্যের ডালি সাজিয়েছে প্রকৃতি। বাহারি ফুল আর পাখির কলকাকলিতে এখন মুখর পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। পাহাড়ের বুকজুড়ে এখন শুধুই সবুজের সমাহার। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে পাহাড়ে যেন স্বস্তির পরশ এঁকেছে প্রকৃতি। পাশাপাশি রাঙামাটি শহরে কমেছে বায়ুদূষণও। জানা যায়, রাঙামাটির এমন চিত্র শহরবাসী ঠিক কবে দেখেছে তা মনে করা দুষ্কর। গাছে গাছে নতুন কুঁড়ি। বাহারি ফুলের সৌরভ। আর পাখিদের কলকাকলি জানান দিচ্ছে প্রকৃতিতে ফিরেছে প্রাণ। রাঙামাটি শহরের ফিশারি বাঁধ, পর্যটন, সদর উপজেলা, ভেদভেদি, বরদোম, রাঙাপানি, আসামবস্তি সড়কসহ বিভিন্ন স্থানে দেখা মিলছে প্রকৃতির সজীবতার। টানা সাধারণ ছুটিতে রাঙামাটি শহরে যানবাহন আর মানুষের আনাগোনা কমে যাওয়ায় যৌবন ফিরতে শুরু করে প্রকৃতিতে। সড়কের পাশে নানা রঙের ফুল শহরের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। জনশূন্য কাপ্তাই হ্রদের উচ্ছলতা ছুঁয়েছে নীল দিগন্তকে। প্রকৃতির এমন স্নিগ্ধতা মন কেড়েছে স্থানীয়দের।

 পরিবেশবিদরা বলছেন, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গেলে এমন প্রকৃতি স্থায়ী করা সম্ভব। রাঙামাটি শহরের এমন প্রকৃতির রূপ ধরে রাখতে হলেও জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর