সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

ভালুকায় ভাড়া মওকুফ করলেন প্রবাসী

ভালুকা প্রতিনিধি

ভালুকায় এক মাসের দোকান ও বাসা ভাড়া মওকুফ করে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা সিডস্টোর বাজারের আল মদিনা শপিং কমপ্লেক্সের মালিক সৌদি প্রবাসী মোঃ নিয়াজ মোর্শেদ তোতা। করোনার প্রভাবে মার্কেটের দোকনপাট বন্ধ ও তার বাসায় ভাড়া থাকা মানুষ কর্মহীন হয়ে পড়ায় ওই সিদ্ধান্ত নেন তিনি।

আল মদিনা শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, ‘এই মার্কেটের ব্যবসায়ীদের সুখে দুঃখে তিনি সব সময় পাশে থাকেন। করোনার এ মহামারীতে মার্কেটের ১৩০ জন ব্যবসায়ীর এপ্রিল মাসের ভাড়া ৩ লাখ ৫০ হাজার টাকা এবং একটি পাঁচতলা ও চারটি সাধারণ বাড়ির ২ লাখ ৮০ হাজার টাকা ভাড়া মওকুফ করে দেন। আমাদের প্রত্যাশা থাকবে ভালুকার অন্য দোকান মালিকরাও এ দুঃসময়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়াবেন।’

আল মদিনা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল হাসান রাসেল মৃধা জানান, ‘আমাদের মার্কেটের মালিক দেশে না থাকলেও আমাদের বর্তমান অবস্থা অনুধাবন করে দোকান ভাড়া মওকুফ করে দেওয়ায় উনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু বলেন, ভাড়া মওকুফের ঘোষণাটি একটি মহান সিদ্ধান্ত। আমি হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

সর্বশেষ খবর