শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সেই কুলসুমের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে ময়লা আবর্জনা কুড়ানো সেই কুলসুমের দায়িত্ব নিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। কয়েক দিন শহরের ছায়াবাণী এলাকায় ময়লা আবর্জনা কুড়িয়ে বিক্রি করে সংসার চালায় ‘কুলসুম’ একটি ভিডিও ফেসবুক পেজে ভাইরাল হয়।  সেই শিশু ও তার পরিবারের দায়িত্ব নিলেন চাঁদপুরের  জেলা প্রশাসক বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে ওই শিশুর পরিবারকে ডেকে আনা হয়। সেখানে জেলা প্রশাসক নিজে শিশুর অসুস্থ পিতা-মাতার চিকিৎসার দায়িত্ব দিলেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহকে। পড়ালেখার দায়িত্ব দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিনকে। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দুই বান্ডেল ঢেউ টিন ও ঘর তৈরির জন্য ৬ হাজার টাকা দেওয়া হয়। জেলা প্রশাসক বলেন, আমি চাই কুলসুম যেন আর এই ধরনের কাজ না করে। এছাড়া বর্তমানে তাদের সংসার খরচের জন্য ১০ হাজার টাকা দিলেন। তিনি আরও বলেন আমি চাই আপনাদের সন্তানরা এমন ধরনের কাজ না করে পড়ালেখা করুক।

কারণ ১০ বছরের মেয়েটি এই কাজ করলে স্বাভাবিকভাবে আমাদের কষ্ট লাগে। এ সময় কুলসুমের পিতা শহীদ ঢালী বলেন, আমরা সুস্থ হওয়ার পর যেন ছোট-খাটো ব্যবসা করতে পারি তার সু-ব্যবস্থা করবেন। তখন  জেলা প্রশাসক তাদেরকে ব্যবসা করার স্থান নির্ধারণ করে দেওয়ারও আশ্বাস দেন। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ‘ মোশন ফ্রি’ নামে একটি ফেসবুক পেজে এক ব্যক্তি কুলসুমের জীবন-জীবিকা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিও পোস্টটি ভাইরাল হলে জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়।

সর্বশেষ খবর