রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

কুয়াকাটায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

কুয়াকাটা সমুদ্রসৈকতে হাজারো পর্যটককে গানে গানে নাচালেন শিল্পীরা। আর দর্শকরা মোবাইল ফোন উঁচিয়ে শিল্পীদের অভিনন্দন জানান। দেখে মনে হয় সৈকতজুড়ে ছিল তারার মেলা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে শুক্রবার রাতে মনোমুগ্ধকর সুরের মূর্ছনা তোলেন শিল্পীরা। সব গানের সঙ্গে সৈকতে উল্লাসে মেতে ওঠেন পর্যটকসহ স্থানীয়রা। জেলা পুলিশ ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী এ সাংস্কৃতিক পরিবেশনার তৃতীয় দিনে সৈকতে বালু ভাস্কর্যের পাশে উন্মুক্ত মঞ্চে সুরের মূর্ছনায় পর্যটকদের মাতিয়ে তোলা হয়। গানের ফাঁকে ফাঁকে কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর নৃত্য পর্যটকদের মোহিত করে তোলে। সাংস্কৃতিক আনুষ্ঠানে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন, মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর ও হোটেল-মোটেল ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর