বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

গেট বন্ধ রেখে চলে পাঠদান

সিরাজগঞ্জ প্রতিনিধি

গেট বন্ধ রেখে চলে পাঠদান

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাজিপুর উপজেলার ‘অন্যরকম বিদ্যানিকেতন’ নামে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে। কোনো স্বাস্থ্যবিধি না মেনে প্রধান ফটক বন্ধ করে স্কুলের ভিতরে গোপনে পাঠদান কার্যক্রম চলে। প্রায় এক মাস ধরে চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সাংবাদিকরা ওই প্রতিষ্ঠানে গেলে পাঠদান বন্ধ করে দ্রুত ছুটি দেওয়া হয় শিক্ষার্থীদের। গতকাল উপজেলার পরানপুর এলাকায় গিয়ে দেখা যায় বিদ্যালয়টির মেইন গেট বন্ধ। পকেট গেটটি সামান্য খোলা। ভিতরে গোপনে ক্লাস চলছিল। বাইরে থেকে পাঠদানের কোনো আলামত বোঝা যাচ্ছিল না। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দ্রুত কর্তৃপক্ষ পাঠদান বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পরই সাইকেলের পেছনে বই নিয়ে শিক্ষার্থীদের বাড়ি ফিরতে দেখা যায়। শিক্ষার্থীদের অনেকের মুখেই মাস্ক ছিল না। সাংবাদিক দেখে শিক্ষার্থীদের অনেকেই দৌড়ে পালায়। বিদ্যালয়টির পরিচালক ইয়াছিন আলী বলেন, তার স্কুলে কোনো ক্লাস চলে না। তবে জেএসসি ফরম পূরণের জন্য ছাত্ররা এসেছিল।  কাজিপুরের ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, ফরম পূরণের জন্য শিক্ষার্থীরা এসেছিল। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, গত বছরও করোনার সংক্রমণের সময় বিদ্যালয়টিতে ক্লাস চালানো হয়। সে সময় কর্তৃপক্ষকে সতর্কও করা হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর